‘আমীন’ বলার ফযীলত - সহীহ বুখারী ৭৮১ | Sahih-Al-Bukhari 781

‘আমীন’ বলার ফযীলত - সহীহ বুখারী ৭৮১ | Sahih-Al-Bukhari 781

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৭৮১

বিষয় ‘আমীন’ বলার ফযীলত
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ১০/১১২. ‘আমীন’ বলার ফযীলত
হাদিস নম্বর ৭৮১
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ বুখারী ৭৮১ নম্বর হাদিসের বিস্তারিতঃ ৭৮১. আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ (সালাতে) ‘আমীন’ বলে, আর আসমানে মালাইকাহ্ ‘আমীন’ বলেন এবং উভয়ের ‘আমীন’ একই সময় হলে, তার পূর্ববর্তী সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হয়।

রেফারেন্স | সহীহ বুখারী ৭৮১

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)