রাগ নিয়ন্ত্রণে রাখুন - সহীহ বুখারী ৬১১৬ | Sahih-Al-Bukhari 6116
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬১১৬
বিষয় | রাগ নিয়ন্ত্রণে রাখুন |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৭৮/৭৬. ক্রোধ থেকে বেঁচে থাকা। |
হাদিস নম্বর | ৬১১৬ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সহীহ বুখারী ৬১১৬ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ হতে বর্ণিত যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট বললঃ আপনি আমাকে অসিয়ত করুন। তিনি বললেনঃ তুমি রাগ করো না। লোকটি কয়েকবার তা বললেন,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বারেই বললেনঃ রাগ করো না।
রেফারেন্স | সহীহ বুখারী ৬১১৬
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!