আল্লাহর নিকট ঐ ’আমল সবচেয়ে প্রিয়, যা সর্বদা করা হয়, তা কম হলেও। - সহীহ বুখারী ৫৮৬১ | Sahih-Al-Bukhari 5861
হাদিসটি সম্পর্কে
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৭৭/৪৩. চাটাই বা তদ্রূপ কোন জিনিসের উপর বসা। |
হাদিস নম্বর | ৫৮৬১ |
বর্ণনাকারী | আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ) |
’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা চাটাই দিয়ে ঘেরাও দিয়ে সালাত আদায় করতেন। আর দিনের বেলা তা বিছিয়ে তার উপর বসতেন। লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একত্রিত হয়ে তাঁর সঙ্গে সালাত আদায় করতে লাগল। এমনকি বহু লোক একত্রিত হল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশে বললেনঃ হে লোক সকল! তোমরা ’আমল করতে থাক তোমাদের সামর্থ্য অনুযায়ী। কারণ, আল্লাহ তা’আলা ক্লান্ত হন না, বরং তোমরাই ক্লান্ত হয়ে পড়বে। আর আল্লাহর নিকট ঐ ’আমল সবচেয়ে প্রিয়, যা সর্বদা করা হয়, তা কম হলেও।
রেফারেন্স
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!