ছত্রাক চোখের আরোগ্যকারী - সহীহ বুখারী ৫৭০৮ | Sahih-Al-Bukhari 5708

ছত্রাক চোখের আরোগ্যকারী - সহীহ বুখারী ৫৭০৮ | Sahih-Al-Bukhari 5708

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫৭০৮

বিষয় ছত্রাক চোখের আরোগ্যকারী
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৭৬/২০. জমাট শিশির চোখের জন্য শেফা
হাদিস নম্বর ৫৭০৮
বর্ণনাকারী সাঈদ ইবনু যায়দ (রাঃ)
সহীহ বুখারী ৫৭০৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ সা’ঈদ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ছত্রাক এক প্রকারের শিশির থেকে হয়ে থাকে। আর এর রস চোখের আরোগ্যকারী। [৪৪৭৮] আধুনিক প্রকাশনী- ৫২৯৩) শু’বাহ (রহ.) বলেনঃ হাকাম ইবনু উতাইবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার কাছে এরূপ বর্ণনা করেছেন। শু’বাহ (রহ.) বলেনঃ হাকাম যখন আমাকে হাদীসটি বর্ণনা করেন তখন ’আবদুল মালিক বর্ণিত হাদীসকে তিনি অগ্রাহ্য করেননি। (আধুনিক প্রকাশনী- দ্বিতীয় অংশ নেই, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮৯)

রেফারেন্স | সহীহ বুখারী ৫৭০৮

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App