সম্পদ উপার্জন | সহীহ বুখারী ২০৫৯ | Sahih-Al-Bukhari 2059

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ২০৫৯
বিষয় | সম্পদ উপার্জন |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৩৪/৭. যে ব্যক্তি কোত্থেকে সম্পদ কামাই করল, তার পরোয়া করে না |
হাদিস নম্বর | ২০৫৯ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সহীহ বুখারী ২০৫৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।
রেফারেন্স | সহীহ বুখারী ২০৫৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!