জান্নাত ও জাহান্নাম - সহীহ বুখারী ১২৩৮ | Sahih-Al-Bukhari 1238

জান্নাত ও জাহান্নাম - সহীহ বুখারী ১২৩৮ | Sahih-Al-Bukhari 1238

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ১২৩৮

বিষয় জান্নাত ও জাহান্নাম
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ২৩/১. জানাযা সম্পর্কিত এবং যার শেষ কথা ‘লা ইলাহা ইল্লাল্লাহু’
হাদিস নম্বর ১২৩৮
বর্ণনাকারী আবদুল্লাহ‌ ইব্‌ন মাসউদ (রাঃ)
সহীহ বুখারী ১২৩৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ ‘আবদুল্লাহ্ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে আল্লাহ্‌র সঙ্গে শির্ক করা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে। আমি বললাম, যে আল্লাহ্‌র সঙ্গে কোন কিছুর শির্ক না করা অবস্থায় মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে।

রেফারেন্স | সহীহ বুখারী ১২৩৮

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App