ঈমানের দরজা (স্তর) হলো সত্তরের অধিক - সুনান আত তিরমিজী (তাহকীককৃত) ২৬১৪ | Jami` at-Tirmidhi 2614

ঈমানের দরজা (স্তর) হলো সত্তরের অধিক - সুনান আত তিরমিজী (তাহকীককৃত) ২৬১৪ | Jami` at-Tirmidhi 2614

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৬১৪

বিষয় ঈমানের দরজা (স্তর) হলো সত্তরের অধিক
হাদিস গ্রন্থ সুনান আত তিরমিজী (তাহকিককৃত)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৬. ঈমানের পূর্ণতা ও হ্রাসবৃদ্ধি
হাদিস নম্বর ২৬১৪
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সুনান আত তিরমিজী ২৬১৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঈমানের দরজা (স্তর) হলো সত্তরের অধিক। তার সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা এবং সর্বোচ্চ স্তর হলো লাইলাহা ইল্লাল্লা-হ’ বলা।

রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৬১৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App