নবুঅত | সূরা আদ-দুহা ৯৩:৭ | Surah Ad-Dhuha 93:7

আয়াত ও সূরা সম্পর্কে
সূরার নাম ও নম্বর | সূরা আদ-দুহা (৯৩) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ০৭ |
রুকু সংখ্যা | ১ টি |
পারা বিস্তৃতি | ৩০ |
মোট আয়াত সংখ্যা | ১১ টি |
وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰতিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ।
আয়াতের বিস্তারিত
অর্থাৎ, তুমি দ্বীন, শরীয়ত ও ঈমান সম্বন্ধে অজ্ঞাত ছিলে। আমি তোমাকে পথ দেখালাম, নবুঅত দিলাম এবং তোমার প্রতি কিতাব নাযিল করলাম। ইতিপূর্বে তুমি হিদায়াতের জন্য পেরেশান ছিলে। ~তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!