বরকতময় মাসনূন দু'আ - সহীহ বুখারী ৬৩৪৭ | Sahih Al-Bukhari 6347

বরকতময় মাসনূন দু'আ - সহীহ বুখারী ৬৩৪৭ | Sahih Al-Bukhari 6347

হাদিসটি সম্পর্কে

হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৮০/২৮. ভীষণ বিপদ থেকে আশ্রয় চাওয়া।
হাদিস নম্বর ৬৩৪৭
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা মুসীবতের কঠোরতা, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং দুশমনের আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাইলেন। সুফ্ইয়ান (রহ.)-এর হাদীসে তিনটি বিষয়ের উল্লেখ আছে। একটি আমি বৃদ্ধি করেছি। জানি না তা এগুলোর কোনটি।

রেফারেন্স

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App