রাসূল ﷺ কে ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত | সহীহ বুখারী ১৫ | Sahih Al-Bukhari 15

রাসূল ﷺ কে ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত | সহীহ বুখারী ১৫ | Sahih Al-Bukhari 15

হাদিসটি সম্পর্কে

হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ২/৮. আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত।
হাদিস নম্বর ১৫
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
আনাস (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই।

রেফারেন্স

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App