আজওয়া খেজুর - সহীহ বুখারী ৫৪৪৫ | Sahih-Al-Bukhari 5445

আজওয়া খেজুর - সহীহ বুখারী ৫৪৪৫ | Sahih-Al-Bukhari 5445

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫৪৪৫

বিষয় আজওয়া খেজুর
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৭০/৪৩. আজওয়া খেজুর প্রসঙ্গে।
হাদিস নম্বর ৫৪৪৫
বর্ণনাকারী সা’দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ)
সহীহ বুখারী ৫৪৪৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ সা’দ তাঁর পিতা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলায় সাতটি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোন বিষ ও যাদু তার ক্ষতি করবে না।

Narrated Sa`d: Allah's Messenger (ﷺ) said, "He who eats seven 'Ajwa dates every morning, will not be affected by poison or magic on the day he eats them."

রেফারেন্স | সহীহ বুখারী ৫৪৪৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App