পরিমিত আহার উত্তম এবং ভুরিভোজ খারাপ | সুনান ইবনু মাজাহ ৩৩৪৯ | Sunan-ibn-Majah 3349

পরিমিত আহার উত্তম এবং ভুরিভোজ খারাপ | সুনান ইবনু মাজাহ ৩৩৪৯ | Sunan-ibn-Majah 3349

বিষয় পরিমিত আহার উত্তম এবং ভুরিভোজ খারাপ
হাদিস গ্রন্থ সুনান ইবনু মাজাহ
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ২৩/৫০. পরিমিত আহার উত্তম এবং ভুরিভোজ খারাপ
হাদিস নম্বর ৩৩৪৯
বর্ণনাকারী মিকদাম (রাঃ)
সুনান ইবনু মাজাহ ৩৩৪৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ মিকদাম ইবনে মাদীকারিব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোন পাত্র ভর্তি করে না। (যতটুকু খাদ্য গ্রহণ করলে পেট ভরে পাত্র থেকে ততটুকু খাদ্য উঠানো কোন ব্যক্তির জন্য দূষণীয় নয়)। যতটুকু আহার করলে মেরুদন্ড সোজা রাখা সম্ভব, ততটুকু খাদ্যই কোন ব্যক্তির জন্য যথেষ্ট। এরপরও যদি কোন ব্যক্তির উপর তার নফস (প্রবৃত্তি) জয়যুক্ত হয়, তবে সে তার পেটের এক-তৃতীয়াংশ আহারের জন্য, এক-তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।

Miqdam bin Madikarib said: “I heard the Messenger of Allah (ﷺ) say: ‘A human being fills no worse vessel than his stomach. It is sufficient for a human being to eat a few mouthfuls to keep his spine straight. But if he must (fill it), then one third of food, one third for drink and one third for air.’”

রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ৩৩৪৯

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)