মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা | রিয়াযুস স্বা-লিহীন ৮৩৯ | Riyad-as-Salihin 839
হাদিসটি সম্পর্কে | রিয়াযুস স্বা-লিহীন ৮৩৯
বিষয় | মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা |
হাদিস গ্রন্থ | রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ১২৯: মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা |
হাদিস নম্বর | ৮৩৯ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
রিয়াযুস স্বা-লিহীন ৮৩৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যে জনগোষ্ঠীই কোন সভা থেকে, তাতে আল্লাহর যিকির না করেই উঠে যায়, আসলে তারা যেন মরা গাধা থেকে উঠে যায়। (অর্থাৎ যেন মৃত গাধার গোশ্ত ভক্ষণান্তে উঠে চলে যায়।) আর তাদের জন্য অনুতাপ হবে।’’
Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (ﷺ) said, "He who sees me in his dream will see me in his wakefulness (or he (ﷺ) may have said it is as though he has seen me in a state of wakefulness), for Satan does not appear in my form."
রেফারেন্স | রিয়াযুস স্বা-লিহীন ৮৩৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)