টাখনুর নিচে যা থাকবে তা যাবে জাহান্নামে | সহীহ বুখারী ৫৭৮৭ | Sahih-Al-Bukhari 5787

টাখনুর নিচে যা থাকবে তা যাবে জাহান্নামে | সহীহ বুখারী ৫৭৮৭ | Sahih-Al-Bukhari 5787

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫৭৮৭

বিষয় টাখনুর নিচে যা থাকবে তা যাবে জাহান্নামে
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৭৭/৪. পায়ের গোড়ালির নীচে যা থাকবে তা যাবে জাহান্নামে
হাদিস নম্বর ৫৭৮৭
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ বুখারী ৫৭৮৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযারের বা পরিধেয় বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নীচে থাকবে, সে অংশ জাহান্নামে যাবে।

Narrated Abu Huraira: The Prophet (ﷺ) said, "The part of an Izar which hangs below the ankles is in the Fire."

রেফারেন্স | সহীহ বুখারী ৫৭৮৭

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App